শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্র(), নিপোর্ট, সীতাকুণ্ডতে যথাযোগ্য মযর্দায় আন্তর্জানিতক মাতৃভাষা দিবস-২০২৪ পালিত হয়েছে। আঞ্চলিক প্রশিক্ষণের চলমান পরিবার কল্যাণ সহকারীদের মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষর্ণাথীদের সাথে জনাব শেখর কান্তি দেব, প্রশিক্ষণ কর্মকর্তা ও জনাব রোকসানা পার ইয়াসমিন, সহকারী প্রশিক্ষকের উপস্থিতে যথাযোগ্য মযর্দায় আন্তর্জানিতক মাতৃভাষা দিবস-২০২৪ পালন করেন।