অদ্য ৫দিন ব্যাপি Pandemic Preparedness Training , Batch-02 2023-2024 শুরু হয়েছে। উক্ত প্রশিক্ষণের উদ্বোধন ও উদ্বোধনী বক্তব্য প্রদান করেন জনাব শেখর কান্তি দেব, প্রশিক্ষণ কর্মকর্তা। অনুষ্ঠান সঞ্চালনা করেন জনাব রোকসানা পার ইয়াসমিন। উক্ত প্রশিক্ষণে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনি ও খাগড়াছড়ি জেলার ২৫জন FWA, HA এবং CHCP অংশগ্রহণ করেন।