৫ দিন ব্যাপী Pandemic Preparedness প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন জনাব আবু সালেহ মো. ফোরকান উদ্দিন, উপপরিচালক, পরিবার পরিকল্পনা, ফেনি। উপস্থিত আছেন জনাব শেখর কান্তি দেব, প্রশিক্ষণ কর্মকর্তা, Rtc Niport Sitakunda। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন জনাব রোকসানা পার ইয়াসমিন, সহকারী প্রশিক্ষক। উক্ত প্রশিক্ষণে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনি ও খাগড়াছড়ি জেলার ২৫ জন FWA, HA ও CHCP অংশগ্রহণ করেছেন।