Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২২nd এপ্রিল ২০২৪

FPI, FWA, HA & CHCP-দের দলগত প্রশিক্ষণ শুরু


প্রকাশন তারিখ : 2024-04-21

অদ্য ২১ এপ্রিল ২০২৪খ্রি. তারিখে জনাব শেখর কান্তি দেব, প্রশিক্ষণ কর্মকর্তা FPI, FWA, HA & CHCP-দের দলগত প্রশিক্ষণের শুভ সূচনা করেন। উক্ত প্রশিক্ষণে কুমিল্লা, ফেনি ও চট্টগ্রামের বিভিন্ন উপজেলা হতে ২৫জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব উম্মে কুলসুম বেগম, প্রভাষক(নার্স মিডওয়াইফারী) এবং জনাব রোকসানা পার ইয়াসমিন, সহকারী প্রশিক্ষক।